মহামারীতে দুবছর বন্ধ থাকার পর ‘বাংলার স্বাধীনতা আমার কবিতা’ স্লোগান নিয়ে মঞ্চে ফিরছে জাতীয় কবিতা উৎসব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করছে কবিতা উৎসব আয়োজক জাতীয় কবিতা পরিষদ। |
আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে বসবে এ উৎসবের ৩৫তম আসর।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে জাতীয় কবিতা পরিষদ।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ। লিখিত বক্তব্য পড়ে শোনান পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত।
তিনি বলেন, “এ বছর আমাদের কবিতা উৎসবের মর্মবাণী – ‘বাংলার স্বাধীনতা আমার কবিতা’। উৎসবে কবিতাপাঠ, নিবেদিত কবিতা, সেমিনার, আবৃত্তি ও সংগীতের মধ্য দিয়ে আমরা এই স্লোগানকে মূর্ত করে তুলব।
বরাবরের মত এবারও উৎসবের আঙিনা নির্ধারণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণের হাকিম চত্বর। উৎসবে ভারত, নেপাল ও মালদ্বীপসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কবিরা অংশ নেবেন। উৎসবে ‘জাতীয় কবিতা পরিষদ পুরস্কার’ ঘোষণা করা হবে।
কোন মন্তব্য নেই
মন্তব্য করুন Cancel