১২ নভেম্বর ২০২২, শনিবার বিকেলে চাঁদপুর শহরের কস্তুরি চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রনি।
পুরস্কারপ্রাপ্তরা হলেন-কবিতায় হেনরী স্বপন, কথাসাহিত্যে পলাশ মজুমদার, গবেষণা সাহিত্যে রকিবুল হাসান, প্রবন্ধে পীযূষ কান্তি বড়ুয়া, অনুবাদে মাসুদুল হক, শিশুসাহিত্যে হুমায়ূন কবীর ঢালী, কারুশিল্পে সমীরণ চন্দ্র দত্ত এবং সংগঠনে সুমা ভৌমিক।
উদযাপন পরিষদের আহ্বায়ক সজীব মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ও জুড়ি বোর্ডের প্রধান সমন্বয়কারী শিউলী মজুমদারের সঞ্চালনায় বক্তব্য দেন- একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি, সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।
চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি নূরুন্নাহার মুন্নি বলেন, ১৯ নভেম্বর (আগামীকাল) বেলা ১১টায় চাঁদপুর রোটারি ভবনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
কোন মন্তব্য নেই
মন্তব্য করুন Cancel