1. সাহিত্য

হুমায়ুন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ জুলাই

পাখির কলকাকলি, লীলাবতী দিঘির স্বচ্ছ জল, ঔষধি বাগান, সবুজে আচ্ছাদিত ছাতিম গাছ, লেখার টেবিল, থরে থরে সাজানো বই, রাজহাঁসের দল। গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে অবস্থিত নন্দনকানন নুহাশপল্লীর প্রান্তরজুড়ে সবই আছে আগের মতো; শুধু নেই এর স্রষ্টা হুমায়ূন আহমেদ। বাংলাদেশের সাহিত্য অঙ্গনের প্রবাদপ্রতিম কথাসাহিত্যিক ও জনপ্রিয় চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদকে হারানোর ১১ বছর পূর্ণ হচ্ছে আজ বুধবার।

হুমায়ুন আহমেদ

ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের এই দিনে প্রিয় স্বদেশ থেকে বহু দূরে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে নিজের লেখায় হিমু, মিসির আলি, শুভ্রর মতো অসংখ্য জনপ্রিয় চরিত্র তৈরি করে আজও তিনি বেঁচে আছেন পাঠক হৃদয়ে।মৃত্যুর ১১তম বার্ষিকীতে হুমায়ূনতীর্থ গাজীপুরের নুহাশপল্লীতে আজ তাঁর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানাবেন অসংখ্য ভক্ত-অনুরাগী। আসবেন হুমায়ূনের স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও প্রকাশকরাও। আছে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি। জন্মস্থান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরেও নানা কর্মসূচিতে হুমায়ূন আহমেদকে স্মরণ করা হবে।

Do you like আখিরুল ইল্লিন's articles? Follow on social!
কোন মন্তব্য নেই
মন্তব্য করুন Cancel
Comments to: হুমায়ুন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ জুলাই

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Attach images - Only PNG, JPG, JPEG and GIF are supported.