1. সাহিত্য

চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৬ জন

 সাহিত্যের বিভিন্ন শাখা ও সংগঠন প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৬ জনকে ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


১২ ডিসেম্বর সন্ধ্যায় সেগুনবাগিচায় অনুষ্ঠিত চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২২ সালের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন প্রবন্ধে গাউসুর রহমান, কবিতায় সেলিনা শেলী, কথাসাহিত্যে সাদিয়া সুলতানা, শিশুসাহিত্যে তৌহিদ এলাহী, তরুণ কবি শাখায় শাহিন সপ্তম ও সংগঠনে জয়দুল হোসেন।

পুরস্কার কমিটির আহ্বায়ক কবীর আলমগীর বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা বিচার-বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ৬টি শাখায় ৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

পুরস্কার কমিটির সদস্য সচিব প্রতীক মাহমুদ বলেন, ‘আগামী ২২ ডিসেম্বর বিকেল ৩টায় মনোনীত ব্যক্তিদের ক্রেস্ট, সনদ ও উত্তরণীয় দেওয়া হবে। অনুষ্ঠানের স্থান পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

Do you like আখিরুল ইল্লিন's articles? Follow on social!
কোন মন্তব্য নেই
মন্তব্য করুন Cancel
Comments to: চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৬ জন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Attach images - Only PNG, JPG, JPEG and GIF are supported.