আজ বিখ্যাত বাঙালি কবি, লেখক এবং সমালোচক শঙ্খ ঘোষের ৯১তম জন্মদিন। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, শঙ্খ ঘোষ তার কবিতা, গদ্য ও সমালোচনার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।
১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারী বরিশালের বানারিপাড়ায় জন্মগ্রহণ করেন শঙ্খ ঘোষ। ‘কবিতা’ পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য জীবন শুরু হয়। ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’, ‘বাবরের প্রার্থনা’, ‘এখন সব অলীক’, ‘শব্দ আর সত্য’, ‘উর্বশীর হাসি’ তার উল্লেখযোগ্য কবিতা ও গদ্যগ্রন্থ।
কবিতা ছাড়াও শঙ্খ ঘোষ একজন প্রখ্যাত সমালোচকও ছিলেন। ‘রবীন্দ্রনাথের কাব্য’, ‘বাংলা সাহিত্যের ইতিহাস’, ‘বাংলা কবিতা: নবজাগরণ থেকে আধুনিকতা’ তার উল্লেখযোগ্য সমালোচনা গ্রন্থ।
তার সাহিত্যকর্মের জন্য শঙ্খ ঘোষ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ১৯৭৪ সালে ‘আনন্দবাজার পত্রিকা সাহিত্য পুরস্কার’, ১৯৮১ সালে ‘আনন্দ পুরস্কার’, ১৯৯৭ সালে ‘সাহিত্য একাডেমি পুরস্কার’, ২০০৪ সালে ‘রবীন্দ্র পুরস্কার’ এবং ২০১৬ সালে ‘জ্ঞানপীঠ পুরস্কার’ লাভ করেন।
২০২১ সালের ২১ এপ্রিল শঙ্খ ঘোষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৯ বছর বয়সে প্রয়াত হন।
শঙ্খ ঘোষ বাংলা সাহিত্যের একজন অনন্য প্রতিভা ছিলেন। তার সাহিত্যকর্ম আজও পাঠকদের মনে সমানভাবে প্রাসঙ্গিক।
তার জন্মদিনে আমরা এই মহান সাহিত্যিককে শ্রদ্ধাঞ্জলি জানাই।
কোন মন্তব্য নেই
মন্তব্য করুন Cancel